কালিগঞ্জ

কা‌লিগ‌ঞ্জে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপল‌ক্ষে র‌্যা‌লি ও অা‌লোচনা সভা

By daily satkhira

November 01, 2020

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ “মু‌জিবব‌র্ষের অাহবান যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে রে‌খে কা‌লিগ‌ঞ্জে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপল‌ক্ষে র‌্যা‌লি ও অা‌লোচনা সভা, যুবক‌দের মা‌ঝে ঋণ ও প্রশিক্ষনার্থী‌দের মা‌ঝে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হ‌য়ে‌ছে। দিবসটি পালন উপল‌ক্ষে রোববার বেলা সা‌ড়ে ১১টায় উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গণ থে‌কে এক‌টি বর্ণাঢ‌্য র‌্যা‌লি বের হয়। প‌রে উপ‌জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অ‌ধিদপ্ত‌রের অা‌য়োজ‌নে প‌রিষদ মিলনায়তনে প্রজেক্ট‌রের মাধ‌্যমে যুব দিব‌সের গুরুত্ব তু‌লে ধ‌রে ভি‌ডিও‌চিত্র প্রদর্শন ক‌রেন অগ্রগ‌তি সংস্থার নির্বাহী প‌রিচালক অাব্দুস সবুর বিশ্বাস। উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোজা‌ম্মেল হক রা‌সে‌লের সভাপ‌তি‌ত্বে অা‌লোচনা সভায় স্বাগত বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম। যুব দিব‌সের অা‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান সাঈদ মে‌হেদী। এসময় তি‌নি ব‌লেন, যুব সমাজ হ‌লো অাগাম‌ি দি‌নে সম্ভবনাময় খ‌নি, তা‌দের‌কে কা‌জে লাগা‌তে হ‌বে। সরকার যুবক‌দের কর্মসংস্থা‌ন সৃ‌ষ্ঠির ল‌ক্ষে বি‌ভিন্ন ধর‌ণের কার্যক্রম হা‌তে নি‌য়ে‌ছে। যুবক‌দের কর্মমূ‌খি শিক্ষার ব‌্যবস্থা কর‌তে হ‌বে। যুব উন্নয়ন অ‌ধিদপ্তর‌কে গতানুগ‌তি ধারা পা‌ল্টে ফে‌লে প্রযু‌ক্তির মাধ‌্যমে অানা‌ড়ি যুবক‌দের সম্বলম্বী কর‌তে হ‌বে। উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ব‌লেন, অাত্নশ‌ক্তি‌তে ব‌লিয়ান কোন যুব সমাজ পি‌ছি‌য়ে থাক‌তে পা‌রেনা। বাঙ্গালী জা‌তি প্রতিজ্ঞায় দূর্বল থা‌কে ব‌লেই অাসল কাজ কর‌তে কর‌ছিনা। পুরা সমাজ ব‌্যবস্থা কস‌মে‌টিকস রুপ ধারণ ক‌রে‌ছে। অামা‌দের দে‌শে যে প‌রিমান যুব শ‌ক্তি র‌য়ে‌ছে। এই প‌রিমান যুব শ‌ক্তি য‌দি বৃ‌টিশ‌দের থাক‌তো তাহ‌লে তারা অা‌রো অ‌নেক দেশ দখল কর‌তো। প্রত্যেক অ‌ফিসার‌কে কা‌জের প্রতি অান্ত‌রিক হ‌য়ে দার্শ‌নিক হ‌তে। ‌প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় অা‌লোচনা সভায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন ভাইস চেয়ারম‌্যান শেখ নাজমুল ইসলাম, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লা‌বের সভাপ‌তি শেখ সাইফুল বারী সফু, লিডার্সের প্রোগ্রাম ম‌্যা‌নেজার সুলতানুজ্জামান, যুবক জা‌কির হো‌সেন প্রমুখ। অা‌লোচনা সভা শে‌ষে ১৫জন যুবক‌দের মা‌ঝে ৭ লাখ ১৫ হাজার টাকা এবং ১১জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক‌দের মা‌ঝে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।