জাতীয়

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছুঁই ছুঁই

By Daily Satkhira

November 02, 2020

অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৬৬ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জনের।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন। মারা যাওয়া ২৫ জনের মধ্যে ২০ জন পুরুষ ও ৫ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ২ জন, সিলেটে ৩ জন ও রংপুরে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের ২ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬০ বছরের ওপরে ১৫ জন রয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১২ লাখ ছাড়ালো। সোমবার (২ নভেম্বর) ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, বিশ্বে এপর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ লাখ ৫ হাজার ১৯৪ জনের।

এছাড়া এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ কোটি ৬৮ লাখ ৯ হাজার ২৫২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৩৭৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৭৩ হাজার ৯১১। মারা গেছেন ২ লাখ ৩৬ হাজার ৪৭১ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮২ লাখ ২৯ হাজার ৩২২। মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৬৪২ জন। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫৫ লাখ ৪৫ হাজার ৭০৫। মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ১০৪ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। স্পেন ষষ্ঠ। আর্জেন্টিনা সপ্তম।