কালিগঞ্জ

কালিগঞ্জে বিশুদ্ধ পানির তীব্র সংকট

By daily satkhira

November 02, 2020

আকিবুজ্জামিন : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা, লক্ষাধিক মানুষের বসবাস এই উপজেলায়। জীবন ধারনের মূল উপাদান পানি। পানির অপর নাম জীবন। কিন্তু বৃহত্তর এই উপজেলায় বিশুদ্ধ পানির বড়ই অভাব। টিউবওয়েল স্থাপন করলে তার পানি লোনা ও আর্সেনিক যুক্ত হয়। যা পান করার একেবারে অযোগ্য তাই বিশুদ্ধ পানির জন্য দূর দূরান্তে যেতে হয় জনগণকে।পল্লী এলাকায় এই সমস্যা আরো বেশি তারা চার থেকে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে বিশুদ্ধ পানির জন্য। চড়া মূল্যে পানি কিনে তাদের পান করতে হয়। এখন কিছু প্রতিষ্ঠান পানি বিশুদ্ধ করে বিক্রি করছে। তবে এর সংখ্যা যেমন কম তেমনি মূল্য ও তুলনা মূলক বেশি। জনগণের দাবি যদি সরকারি সহায়তায় বাড়ি বাড়ি নলকূপ স্থাপন করা জায় তাহলে তাদের এ দূর্দশা কাটবে।বিশুদ্ধ পানির জন্য তাদের আর দূর দূরান্তে যাওয়া লাগবে না।উক্ত বিষয়ে জনগণের দাবি তাদের এ দূর্দশা বিবেচনা করে উর্ধতন কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড যেন বিষয়টির উপর আশু হস্তক্ষেপ করেন।নলতা ইউনিয়ন এর, আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন এলাকার মানুষ বিশুদ্ধ পানির অভাবে আছে, চরম দূর্ভোগে নিন্ম পেশার জনগন।এজন্য নলকূপ স্থাপন হলে জনগন উপকৃত হবে। এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রতিবছর বিভিন্ন স্থানে নলকূপ স্থাপন করা হয়।কালিগঞ্জ এর বিষয়টি দেখা হচ্ছে, খুব শিগগিরই হস্তক্ষেপ করা হবে বলে জানান তিনি।তা হলে উপকৃত হবে কালিগঞ্জ উপজেলার লক্ষাধিক জনগণ। নলতা ইউনিয়ন এর বিল এলাকার মানুষ খুবই মানবেতর জীবন জাপন করেন বিশুদ্ধ পানির জন্য। তাদের পানির জন্য প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার পথ অতিক্রম করে পানি সংগ্রহ করতে হয়। তারা সরকারের কাছে আকূল আবেদন করেন যে, তাদের সকলের এ দূরাবস্থার কষ্ট বিবেচনা করে নলকূপ স্থাপন করার জন্য যেনো আশু হস্তক্ষেপ করেন। তা হলে বিশুদ্ধ পানির কষ্ট থেকে পরিত্রাণ পাবে এলাকার নিরীহ সাধারণ জনগন।