আন্তর্জাতিক

অস্ট্রিয়ার ভিয়েনার ৬ স্থানে সন্ত্রাসী হামলা, নিহত ৩

By Daily Satkhira

November 03, 2020

বিদেশের খবর : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয় স্থানে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা হয়েছে। ওই হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। তাদের মধ্যে এক বন্দুকধারীও রয়েছেন।

সোমবার (২ নভেম্বর) রাতের ওই হামলায় আহত হয়েছে ১৫ জন। তার মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রিয়ান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। খবর সিএনএন, আল জাজিরা ও গার্ডিয়ানের।

স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে এ হামলা চালানো হয়। এই হামলায় দুজন পথচারী ও একজন হামলাকারী নিহত হয়েছে। ১৫ জন আহত হয়েছে। তার মধ্যে একজন পুলিশ বাহিনীর সদস্যও রয়েছেন। এমনটাই জানিয়েছেন ভিয়েনার মেয়র মাইকেল লুডভিক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ৮টার দিকে হামলাকারীরা রাইফেল নিয়ে আক্রমণ শুরু করে। তারা ছয়টি ভিন্ন ভিন্ন স্থানে হামলা চালায়। অল্প সময়ের মধ্যেই নিরাপত্তাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয় এবং একজন হামলাকারী তাদের গুলিতে নিহত হয়।

এখনও পুরো এলাকা জুড়ে পুলিশি অভিযান চলছে। বিস্তৃত এলাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। স্থানীয়দের ঘরের বাইরে না বেরুতে এবং গণপরিবহন ব্যবহার না করতে বলা হয়েছে। মঙ্গলবার ভিয়েনার স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্তও হয়েছে।

কুর্জ এক টুইট বার্তায় বলেছেন, আমরা খারাপ কয়েকটি ঘণ্টার মধ্য দিয়ে যাচ্ছি। হামলায় অংশগ্রহনকারী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমাদের পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে। আমরা কখনোই সন্ত্রাসবাদের কাছে মাথানত করবো না। আমরা এই হামলাকারীদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করবো।