কালিগঞ্জ

হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে কা‌লিগ‌ঞ্জে মানববন্ধন

By daily satkhira

November 03, 2020

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে খা‌লিগ‌ঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপ‌জেলার কুশু‌লিয়া ইউ‌নিয়‌নের জিরণগাছা বাজার চৌমুহুনী বাজা‌রে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। কুশু‌লিয়া ইমরুল হাসান জা‌মে মস‌জি‌দের সাধারণ সম্পাদক কাজী মুজা‌হিদুল ইসলাম তরু‌ণের উদ্যোগে বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরাসহ সর্বস্তরের ক‌য়েক হাজার মুসুল্লি মানববন্ধনে অংশগ্রহন ক‌রে। এর অা‌গে বাজার সংলগ্ন স্কুল মা‌ঠে বিক্ষোভ সমাবেশে বক্তারা ব‌লেন, ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা )-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। মানববন্ধনে বক্তারা বলেন, পশ্চিমারা ইসলামফোবিয়াকে পুঁজি করে নির্বাচনী বৈতরনী পার হতে চায়। ইসলামের অপমানে তাদের রাজনৈতিক ফায়দা নিহিত রয়েছে। এ ধরনের বর্বর সংস্কৃতির বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে। এবং তাদের পণ্য থেকে শুরু করে সবকিছুকে বয়কট করতে হবে। এজন্য অামরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি যেন বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার নিন্দা ও ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দেন। বক্তারা আরো বলেন, হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় নবীকে নিয়ে ফ্রান্স যে ধৃষ্টতা দেখিয়েছে মুসলমান হিসেবে আমরা তা কোনভাবেই মেনে নিতে পারি না। এই ষড়যন্ত্র নতুন কিছু নয় অতীতেও এ ধরনের ঘৃণ্য অপকর্ম তারা করেছে। এর প্রতিবাদ শুধু মুখে করলেই হবে না ম‌নে প্রা‌ণে তা‌দের‌কে ঘৃনার মাধ‌্যমে উপযুক্ত জবাব দিতে হবে। বিদেশী শক্তিকে বুঝিয়ে দিতে হবে যত ষড়যন্ত্রই করুক সারা বিশ্বে ইসলামই টিকে থাকবে। এসময় বক্তব্য রাখেন সি‌দ্দিকুর রহমান, মাওঃ অাবুল হো‌সেন, মাওঃ শ‌ফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক গাজী অাশরাফ উ‌দ্দিন, সা‌দ্দিকুর রহমান, কাজী শওকাত হো‌সেন, মাওঃ অামজাদ হো‌সেন, মাওঃ সোহরাব হো‌সেন, মাওঃ ইয়া‌ছিন অালী, মাওঃ হা‌নিফুর রহমান, হা‌ফেজ শ‌ফিকুল ইসলাম, শা‌হিনুর রহমান, অাবুল হো‌সেন প্রমূখ। এ সময় প‌রে ক‌য়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান ‌জিরণগাছা চৌমহুনী বাজা‌রে ঘন্টাব‌্যা‌পি মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রে।