তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”প্রতিপাদ্যকে সামনে ৪৯ তম জাতীয় সমবায় দিবসে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭ নভেম্বর) উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সমবায় কর্মকর্তা অজয় ঘোষ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভীন পাপড়ি, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ,কালব সভাপতি আব্দুর রহমান,বিআরডিপির চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, আইডিয়াল সঞ্চয় ও ঋণদান সামিতির সভাপতি ইন্দীজীৎ দাস বাপী,শ্রমজীবি সমবায় সমিতির আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা তালা উপজেলার ২ জন সমবায়ী জাতীয় ভাবে পুরস্কৃত হওয়ায় সহ সাতক্ষীরা জেলার মধ্যে তালা উপজেলার সকল সমবায় সমিতির বিরুদ্ধে কোন প্রকারের অভিযোগ না থাকায় সাধুবাদ জানান।