আন্তর্জাতিক

‘নীল-লাল রাজ্য নয়, দেখি যুক্তরাষ্ট্র’, ঐক্যের বার্তা বাইডেনের

By Daily Satkhira

November 08, 2020

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে ঐক্যের বার্তা দিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তিনি বলেছেন, আমি বিভেদ নয়, ঐক্য চাই। কোন রাজ্য নীল, কোন রাজ্য লাল, তা আমি দেখি না। আমি দেখি যুক্তরাষ্ট্রকে।

দেশটির স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ডেলাওয়ার অঙ্গরাজ্যের নিজ শহর উইলমিংটন থেকে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

বাইডেন বলেন, নির্বাচনে হেরে যাওয়ায় হতাশার বিষয়টি আমি বুঝতে পারি। কারণ আমি নিজে কয়েকবার হেরেছি। তবে সবকিছু ভুলে এখন অন্যকে কাজ করার সুযোগ দিন। আসুন চলামান বৈশ্বিক মহামারি থেকে যুক্তরাষ্ট্রের মানুষকে মুক্ত করি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ আমার প্রতি যে আস্থা ও আত্মবিশ্বাস রেখেছে, তা দেখে বিস্মিত। যারা যুক্তরাষ্ট্রেকে বিভক্তি বা ভাগাভাগি করতে চেয়েছিল, তা থেকে সবাইকে একত্রিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।

প্রেসিডেন্ট নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ জবাব দিয়েছে। তারা আমাদের পরিষ্কার বিজয় এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে আমরা জয়ী হয়েছি।