কালিগঞ্জ

মহানবী (সাঃ) কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ

By daily satkhira

November 08, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : ফ্রান্সে বিশ^নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ইসলামের অবমাননার প্রতিবাদ ও বিশ্বমুসলিম উম্মার কাছে ফ্রান্স সরকারের ক্ষমা চাওয়ার দাবিতে কালিগঞ্জে শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ওলামা মাশায়েখ পরিষদ ও তৌহিদী জনতার আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান যানবাহন ও পায়ে হেটে ফেস্টুন, প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মাঠে প্রবেশ করে। জামি‘আ এমদাদিয়া তালীমূল কোরআন মাদ্রসার মুহতামিম পীরে কামেল আলহাজ¦ অজীহুর রহমানের সভাপতিত্বে বিশাল প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মাওঃ জিয়াউর রহমান, হাফেজ গোলাম মোস্তফা, মাওঃ কাশেমুল ইসলাম, আলহাজ্ব মাওঃ আমিনুর রহমান, হাফেজ মাওঃ আব্দুল গফুর, মাওঃ শাহাজান হোসেন, ক্বারী আব্দুল আজিজ, মাওঃ আবু হানিফ, মুফতি আব্দুল আলিম, আলহাজ্ব আবুল খায়ের, মুফতি ফয়জুল্লাহ, হাফেজ মাওঃ আবুল কালাম, মুফতি জহিরুল ইসলাম, হাফেজ মাওঃ হেলাল বীন মুনসুর, মাওঃ আব্দুর রহিম, হাফেজ মোকলেছুর রহমান, মাওঃ আব্দুস সবুর সাইফি, মুফতি আতিকুর রহমান, মুফতি হামিদুর রহমান, মুফতি আনোয়ার হোসেন, মাওঃ আবু বক্কার, আজিজ বীন আব্দুল হক প্রমুখ। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা ফ্রান্সের তৈরী সকল ধরণের পণ্য বর্জন ও বাংলাদেশের সাথে কুটনৈতিক সম্পর্ক নষ্ট করার জোর দাবি জানান। যদি কোন ব্যাক্তি নবী-রাসূলদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটুক্তি না করতে পারে এজন্য রাষ্ট্রীয়ভাবে শাস্তির বিধান রেখে সংসদে আইন পাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। যতদিন ফ্রান্স সরকার তার এ কৃতকর্মের জন্য বিশ^ দরবারে ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত সারাদেশে প্রতিবাদ ও সমাবেশ অব্যহত রাখবে বলে হুশিয়ারী দেন। সমবেশ শেষে সারা-বিশে^র মুসলমানদের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ওলামা মাশায়েখ পরিষদ ও তৌহিদী জনতা যৌথভাবে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি প্রদান করেন।