কালিগঞ্জ

কালিগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদনবিহীন ইটভাটা গুড়িয়ে দিয়েছে মোবাইল কোর্ট

By daily satkhira

November 09, 2020

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামে পরিবেশ অধিদপ্তরের অনুমোদনবিহীন ‘মেসার্স ব্রাদ্রার্স ব্রিকস’ ভেঙে গুড়িয়ে দিয়ে মোবাইল কোর্ট। সোমবার দুপুর দু’টোর দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নূর আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগের সহকারি পরিচালক সরদার শফিকুল ইসলাম জানান, কালিগঞ্জের শীতলপুরের মেসার্সা ব্রাদ্রার্স ব্রিকস এর মালিক আব্দুল ওয়াদুদ ২০১৪ সাল পর্যন্ত ভাটার লাইসেন্স নবায়ন করলেও ২০১৩ সালে নতুন আইন হওয়ায় পরবর্তীতে তিনি আর নবায়ন করেননি। ভাটাটি উপজেলা সদর থেকে এক কিলোমিটারের মধ্যে, ৫০০ মিটারের মধ্যে হাসপাতাল, ভাটার পাশে বিজিবি ক্যাম্প রয়েছে। যা সম্পূর্ণ বেআইনিভাবে ভাটা পরিচালনা করা হয়। ভাটার কার্যক্রম বন্ধের জন্য পরিবেশ অধিদপ্তর ও কালিগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে কয়েকবার নোটিশ দেওয়া হলেও তা উপেক্ষা করে মালিক কার্যক্রম চালিয়ে আসছে। একপর্যায়ে সোমবার দুপুর দু’টো থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নূর আমিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ওই ভাটা ভাঙতে শুরু করে। বিকেল চারটার দিকে ভাঙা শেষ হয়।