কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণে প্রদর্শনী প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে!সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও আশরাফ আলী’র সভাপতিত্বে রাজস্ব খাতের নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণে প্রদর্শনী প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে রোপা আমন জাত ব্রি- ধান ৮৭ ও খরিদ মৌসুমের ফসল নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমরান হোসেন কৃষি সম্প্রসারণ অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমীর কুমার ঘোষ, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ লুৎফর রহমান ও উপ-সহকারী কৃষি অফিসার শেখ আবুল হাসান উপ-সহকারী কৃষি অফিসার । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সময়ে আমাদের দেশে নানা ধরনের ব্রি- ধানের বীজ এসেছে এই বীজ গুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও পদ্ধতি অনুযায়ী চাষাবাদ করলে চাষীরা অনেক লাভবান হবে এ সময় আরো উপস্থিত ছিলেন ঝাঁপাঘাট গ্ৰামের কৃষক ও কৃষাণি ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক নিছার মোল্লা, সোহাগ শেখ, শফিকুল, মহিদুল, হাসান, মিজান, শহিদুল্লাহ, মিলন ও আরো অনেকে