আশাশুনি

আশাশুনির বিভিন্ন ইউনিয়নে কমিউনিটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ

By daily satkhira

November 09, 2020

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন, শ্রীউলা ও শোভনালী ইউনিয়নে কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) এর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। উপ‌জেলা স্বাস্থ্য বিভাগ এবং আশাশুনি সদর ইউ‌নিয়নের ধান্যহাটি, নাটানা ও গাইয়াখালি কমিউনিটি ক্লিনিক কর্তৃক আ‌য়োজিত পৃথক পৃথক তিনটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণের কার্যক্রম পরিচালনা করেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) এসএম মোক্তারুজ্জামান স্বপন ও সিএইচসিপি বজলুর রহমান বাবু। অপরদিকে, একই সময়ে শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে কমিউনিটি সাপোর্ট গ্রুপের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের নাকতাড়া কমিউনিটি ক্লিনিক, বালিয়াখালি কমিউনিটি ক্লিনিক ও পুইজালা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি সাপোর্ট গ্রুপের সর্বমোট ১৫৩ জন সদস্যের অংশগ্রহনে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে ও জাইকা’র সহযোগিতায় কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মিঠুন কুমার বিশ্বাস। পৃথক পৃথক তিনটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান, এসআই গোলাম মোস্তফা, সহকারি স্বাস্থ্য পরিদর্শক হাসান মাহমুদ, স্বাস্থ্য সহকারি সঞ্জয় কুমার মন্ডল, রহমত আলি, আঃ মান্নান, রাফেজা খানম, পরিবার কল্যাণ সহকারি নাছিমা, জেলেখা পারভীন, সিএিচসিপি রবিউল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। অন্যদিকে, শোভনালী ইউনিয়নের কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে একই সময়ে বালিয়াপুর, গোদাঁড়া ও বাঁকড়া কমিউনিটি ক্লিনিকের সিএসজি গ্রুপের এক দিনের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) এসএম মোক্তারুজ্জামান স্বপন। “মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেকধাপ, শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি ও পঃ পঃ সহকারী বৃন্দ।