নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ২য় স্বর্গীয় কার্তিক চন্দ্র দাশ স্মৃতি ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট – ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা আশাশুনি উপজেলার সরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সরাফপুর অগ্রনি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলার ফাইনাল ম্যাচে প্রতিদন্দিতা করে সাতক্ষীরা বিউটি খেলাঘর প্লাস ফুটবল একাদশ ও হাজিপুর ইয়াং স্টার ক্লাব। উত্তেজনা পূর্ণ খেলায় বিউটি খেলাঘর প্লাস ফুটবল একাদশের পক্ষে ৪জন ও হাজিপুর ইয়াং স্টার ক্লাবের পক্ষে ৩জন বিদেশি খেলয়ার অংশগ্রহন করে। খেলায় গাম্বীয়ার বিদেশী খেলয়াড় মোস্তফার দেওয়া একমত্র গোলে বিউটি খেলাঘর প্লাস ফুটবল একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান ও রানারাপ দলের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় চ্যাম্পিয়ন দলকে ৪৫ হাজার টাকার চেক ও ট্রপি এবং রানারাপ দলের হাতে ৩০ হাজার টাকার চেক ও ট্রপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ফিংড়ী ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান শামসুর রহমান, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন প্রমুখ। এর আগে বাবু রাজ্যেশ্বর দাশের সভাপতিত্বে ও পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলার উদ্বোধন করেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম ঠাকুর, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল প্রমুখ। ফাইনাল খেলায় বিউটি খেলাঘর ফুটবল একাদশের বিদেশি খেলয়ার মোস্তফা ম্যাচ সেরা খেলয়ার এবং একই দলের গোল রক্ষক বিদ্যুৎ টুর্ণামেন্ট সেরা খেলয়ার নির্বাচিত হন।