শ্যামনগর

শ্যামনগরে শিক্ষার্থীর নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগ

By daily satkhira

November 10, 2020

শ্যামনগর প্রতিনিধিঃ সরকারী নির্দেশনা অমান্য করে শ্যামনগর তোফাজ্জেল বিদ্যাপিঠে এ্যাসাইনমেন্ট পরীক্ষা ফি বাবদ ৬ষ্ঠ শ্রেনীর প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ১৭০ টাকা, ৮ম ও ৯ম শ্রেনীর শিক্ষার্থীর নিকট থেকে ২৫০ টাকা এবং উপবৃত্তি পাইয়ে দেওয়ার নাম করে ১শত থেকে ২শত টাকা আদায় করা হয়েছে। এ ঘটনায় এক ছাত্রীর অভিভাবক ১০ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেছে। অভিযোগকারী তার লিখিত অভিযোগে জানান, তার কন্যা ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। তার এ্যাসাইনমেন্ট পরীক্ষা বাবদ স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান ও অফিস সহকারী হাফিজুর রহমান ১৭০ টাকা নিয়েছে। পরবর্তীতে খোজ খবর নিয়ে জানতে পারে শুধু ৬ষ্ঠ শ্রেনী নয়, ৮ম ও ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের প্রত্যেকের নিকট থেকে এ্যাসাইনমেন্ট পরীক্ষা বাবদ ২৫০ টাকা করে আদায় করা হয়েছে। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোন প্রতিকার না পেয়ে অভিযোগ করতে বাধ্য হয়েছে। এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. শোকর আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি খোজ খবর নিচ্ছি, প্রমান পেলে ব্যবস্থা নিব। স্কুল প্রধান শিক্ষক মতিউর রহমান ও অফিস সহকারী হাফিজুর রহমান টাকা নেওয়ার বিষয়ে অস্বীকার করেছেন। অপর দিকে চালতেঘাটা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের নিকট থেকে এ্যাসাইনমেন্ট পরীক্ষা ও বিকাশ খুলার জন্য ৫০ টাকা করে নেওয়া হয়েছে। বিষয়টি মাদ্রাসার পিওন আবুল কাশেম জিহাদী স্বীকার করলেও প্রধান শিক্ষক ও মাদ্রাসার সভাপতি অস্বীকার করেছেন। বিষয়গুলো তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন শিক্ষার্থীর অভিভাবকরা।