আসাদুজ্জামান : করোনা ভাইরাস প্রার্দুভাবের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ মঙ্গলবার সারাদিন শহরের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। মাস্ক বিহীন ঘুরাফেরা করা, দোকানে মাস্ক বিহীন পণ্য বিক্রয় করা ও স্বাস্থবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩২টি মামলায় ১৪ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে এ সময় নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা। সামাজিক সচেতনা সৃষ্টির লক্ষ্যে এ সময় অসংখ্য মানুষকে মাস্ক প্রদান করা হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনার কোন বিকল্প নাই। আর সেই সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এই অভিযান চালানো হয়। তিনি আরো জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৩ হাজার ৩৯০টি মামলায় ৫৩ লাখ ৭৭৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে।