নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথের বিরুদ্ধে সরকারি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ৪ মার্চ অবসরে যাওয়ার সময় ওই মোটর সাইকেলটি আত্মসাৎ করেন বলে অবিযোগ উঠেছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কার্যালয় থেকে জানা গেছে, সাতক্ষীরা জেলায় নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত দু’বছর মেয়াদি প্রকল্পের মেয়াদ শেষে বেসরকারি সংস্থা জাইকা গত বছরের জুলাই মাসে তাদের ব্যবহৃত ১২টি মোটর সাইকেল সাতক্ষীরার তৎকালিন সিভিল সার্জন উৎপল কুমার দেবনাথের কাছে রেখে যান। এসবের মধ্যে পাঁচটি ফিফটি মোটর সাইকেল ও তিনটি হিরো হান্ডা মোটর সাইকেল ছিল। এ মোটর সাইকেলগুলো সরকারি কাজে ব্যবহারের জন্য দিয়ে যান তারা। সে অনুযায়ি সাতটি মোটর সাইকেল সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে দেওয়া হয়। বাকি পাঁচটির মধ্যে একটি এমওসিএস, একটি স্বাস্থ্য ও শিক্ষা অফিসার, পদাধিকার বলে একটি সিভিল সার্জন (হিরো হু-া), একটি প্রধান সহকারি ও একটি সিভিল সার্জন অফিসের টাকা বহনসহ বিভিন্ন কাজের জন্য নির্ধারণ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের একাধিক কর্মকর্তা কর্মচারি জানান, গত ৪ মার্চ সিভিল সার্জন উৎপল দেবনাথ পিআরএল এ যান। এর আগেই তার কাছে থাকা জাইকার দেওয়া হিরো হু-া মোটর সাইকেলটি ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য গোপনে বাড়িতে নিয়ে যান। পরবর্তী সিভিল সার্জন তোহিদুর রহমান যোগদানের পর বিষয়টি তার গোচরে আনা হয়। এটি একটি সরকারি সম্পদ আত্মসাতের ঘটনা বলে তারা নতুন সিভিল সার্জনকে অবহিত করেন। জানতে চাইলে বৃহষ্পতিবার বিকেল ৫টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রধান সহকারি এমকে আশেক নেওয়াজ জানান, কোন সরকারি কর্মকর্তা পিআরএল এ থাকাকালিন সরকারি বাসা ও সরকারি গাড়ি ব্যবহার করতে পারেন। সে কারণে সাবেক সিভিল সার্জন উৎপল দেবনাথ সরকারি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলটি বাড়িতে নিয়ে গেছেন। তবে তিনি খুব শ্রীঘ্রই মোটর সাইকেলটি সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেবেন বলেন জানান। সাবেক সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ জানান, তিনি মোটর সাইকেলটি নিয়ে আসলেও সম্প্রতি অফিস থেকে সেটি নিয়ে গেছে। সাতক্ষীরার বর্তমান সিভিল সার্জন ডাঃ তহিদুর রহমান জানান, স্টোরকিপার ফজলুর রহমানের বিরুদ্ধে ডিজি’র তদন্ত টিম গত সপ্তাহে সাতক্ষীরায় আসেন। এ সময় উপস্থিত সাবেক সিভিল সার্জন উৎপল কুমর দেবনাথকে মোটর সাইকেলটি ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয়। এ ছাড়াও তাকে ৬ মে একটি চিঠি দেওয়া হয়েছে। আগামী রোববার বা সোমবার অফিস কর্মী আনোয়ার হোসেনকে পাঠিয়ে উৎপল দেবনাথের কাছ থেকে ওই মোটর সাইকেল ফিরিয়ে আনা হবে।