দেবহাটা

দেবহাটায় গ্রাম্য চিকিৎসকদের ২১ দিনের প্রশিক্ষনের উদ্বোধন

By daily satkhira

November 11, 2020

দেবহাটা ব্যুরো: দেবহাটায় গ্রাম্য চিকিৎসকদের ২১দিনের প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গ্রাম্য চিকিৎসক কল্যান সমিতির উপজেলা সভাপতি গ্রাম্য চিকিৎসক আক্তার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির মহাসচিব গ্রাম্য চিকিৎসক আমিনুল ইসলাম। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা গ্রাম্য চিকিৎসক কল্যান সমিতির সাধারন সম্পাদক আব্দুল গফফার। গ্রাম্য চিকিৎসকদের পেশাগত মান ও দক্ষতা উন্নয়নে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক উক্ত প্রশিক্ষনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ। গ্রাম্য চিকিৎসক আবির হোসেন লিয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে গ্রাম্য চিকিৎসকদের মধ্যে অহিদুজ্জামান, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলামসহ সকল গ্রাম্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।