শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে নিজের ভাইকে জেল খাটানোর পায়তারায় নিজের মাথা কেটে হাসপাতালে ভর্তি। বুধবার সকাল ন’টায়, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুস সাত্তার নিজের ভাই শামসুর রহমানের সাথে পারিবারিক কবরস্থানের জায়গা নিয়ে গোলযোগ চলে আসছে। আহতের বড়োবন নুরুন্নেসা জানান, আমার দুইভাই কথাকাটকাটি ও ঠেলাঠেলি করছিলো তাদের হাতে কোনো লাঠি ছিলোনা। তার মাথা কিভাবে কাটলো যানতে চাইলে বলেন, আমার বৌমা সাহানারা বলে ছোটো মামা নিজে বেলেট দিয়ে মাথাকেটে হাসপাতালে গেছে। স্থানীয় নুরমোহাম্মদ সদ্দার এর পুত্র রুহুল কুদ্দুস, মৃত অহেদ সদ্দার এর পুত্র আব্দুল ওহাব, আব্দুস সবুর সহ কয়েকজন জানান মারামারির সময় কারো সাথে কোন লাঠি ছিল না তাহলে মাথা কিভাবে কাটল সেটাই তো আমরা বুঝলাম না। আরো বলেন, আব্দুস সাত্তার সার্বক্ষণিক বলেন এখানে আমার ছেলে একাই মাতব্বরি করবে ভাইপেদের এখানে কোনো রকম মাতব্বরি খাটবে না বড় বোন আরও জানান ভাই ও ভাইপো দের বাড়ি ছাড়া করার জন্য যা যা করা দরকার তাই সে করবে। শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সাত্তার জানান, আমি আমার ভাই পদের সম্পর্কে ছোট চাচা তারপরও আমাকে মারধোর করেছে। শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব নাজমুল হুদা জানান, এঘটনায় আমি কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।