সাতক্ষীরা

সাতক্ষীরায় বাসদ(মার্কসবাদী) ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

By daily satkhira

November 13, 2020

বাসদ(মার্কসবাদী) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং মহান নভেম্বর বিপ্লবের ১০৩তম বার্ষিকী পালিত হয়েছে। ১২ নভেম্বর বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারি কলেজ রোডের এটিএম রইফউদ্দীন মার্কেটের দ্বিতীয় তলায় দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দলের জেলা সমন্বয়ক কমরেড চিত্ত রঞ্জন সরকার। সভায় মূলবক্তা ছিলেন, বাসদ(মার্কসবাদী) কেন্দ্রীয় কর্যপরিচালনা কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড উজ্জল রায়। সভায় আরও বক্তব্য রাখেন, দলের জেলা সংগঠক এড. খগেন্দ্র নাথ ঘোষ। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ এর জেলা সম্পাদক কমরেড ইদ্রিস আলী এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কমরেড এটিএম রইফ উদ্দীন। পরে নভেম্বর বিপ্লবের ১০৩তম বার্ষিকী উদযাপন করা হয়। বক্তারা নভেম্বর বিপ্লবের তাৎপর্য এবং সমাজতান্ত্রিক বিপ্লব নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, পুঁজিবাদী সরকারগুলো সাধারণ মানুষের জীবন ও জীবিকার দায়িত্ব নেওয়ার চাইতে মালিকগোষ্ঠী-শিল্পপতি-ব্যবসায়ীদের মুনাফা ঠিক রাখতে বেশি তৎপর। বক্তারা সরকারের কাছে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা, স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের ২০% বরাদ্দ করা। গরিব মধ্যবিত্তের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহে রেশন ব্যবস্থা চালু করা, রাষ্ট্রীয় পাটকল ও চিনিকল আধুনিকীকরণ করে চালু রাখা, নারী ও শিশু নির্যাতন বন্ধে দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের আহ্বান জানান। নেতৃবৃন্দ মানুষের জীবন-জীবিকা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে জনসাধারনের সো””ার ও সংগঠিত হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি