আশাশুনি

ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

By daily satkhira

November 13, 2020

আশাশুনি প্রতিনিধি:  ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটুক্তির প্রতিবাদে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তেঁতুলিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। তেঁতুলিয়া ওলামা মাইকের নেতৃত্বে নবী (সঃ) প্রেমিক ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি তেঁতুলিয়া কেন্দ্র বাজার মসজিদ থেকে তেঁতুলিয়া প্রাইমারি স্কুল ও তেঁতুলিয়া বাজার সড়কের বিভিন্নস্থান প্রদক্ষিন শেষে তেঁতুলিয়ার ব্রিজের উপরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় সাবেক এমপি মাওলানা রিয়াসাদ আলীর বড় ছেলে আলী মুর্তজা, হাফেজ মাওঃ নুরুজ্জামান, হাফেজ মাওঃ মিজানুর রহমান, হাফেজ মাওঃ আবু বাক্কার, হাফেজ মাওঃ রবিউল ইসলাম, হাফেজ মাওঃ রাহিদুল ইসলাম, হাফেজ মাওঃ শাহিনুর ইসলাম, তেঁতুলিয়া চর মসজিদের ইমাম আবুল কাশেম, বাজার মসজিদের ইমাম রমজান আলী, ব্রাহ্মণ তেঁতুলিয়া মসজিদের ইমাম মিজানুর রহমান, হাফেজ মাওঃ মফিজুল ইসলাম, হাফেজ মাওঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সঃ) কে সৃষ্টি করা না হলে এই পৃথিবীর কোন কিছুই সৃষ্টি হতো না। আর তাকে নিয়ে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। আমরা এই ব্যঙ্গচিত্র ও কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সমাবেশ থেকে ফ্রান্স সরকার কর্তৃক মুসলিম দেশগুলোর সরকার প্রধানের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়। এসময় ফ্রান্স সরকার কর্তৃক ক্ষমা না চাওয়া পর্যন্ত বক্তারা বাংলাদেশ সরকারের কাছে ফ্রান্সের সকল পণ্য বর্জন করা, তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধের দাবী জানান।