দেবহাটা

দেবহাটায় আম্ফান ও করোনায় অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

By daily satkhira

November 13, 2020

দেবহাটা ব্যুরো : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা মিনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেভলপমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে আম্ফান ঝড় ও করোনায় অসহায়দেরকে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান সবুজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার ত্রান সামগ্রী বিতরন করেছেন। উপজেলার ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১৩ নভেম্বর ২০২০) সকাল ৯ টায় উপজেলার মধ্যে বাছাইকৃত অসহায় ও দুঃস্থদের মাঝে এই ত্রান বিতরন করা হয়। মিনা নামের এই উন্নয়ন সংস্থাটি গত কয়েকদিন যাবৎ দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের জরিপ করে অসহায় ও গরীব মানুষদের বাছাই করে মোট ১৫ শতের বেশী মানুষকে এই ত্রান সামগ্রী বিতরণ করে। এই ত্রান সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশিদ এর আগে গত ২৫ অক্টোবর একই স্থানে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরনের উদ্বোধন করেন বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের ডেপুটি চার্জ দ্যা এ্যাফেয়ার্স মিস কনসটানজা জাহরিনজার।