ফিচার

হুমায়ূন তুমি -সুভাষ চৈৗধুরী

By Daily Satkhira

November 14, 2020

নুহাশ পল্লীর সবুজ বাগানে হারিয়ে গিয়েছ তুমি শ্যামল ঘাসের মাটির নিচে তোমারই আপন ভূমি ক্ষণে ক্ষণে জাগি উঠে এসে তুমি আবার লিখিও কথা যতবার বলি তোমারে হারিয়ে পেয়েছি অনেক ব্যথা। হুমায়ূন তুমি চলে গেছো নাকি পাঠকের মাঝে আছো তোমারে পাইতে ‘অয়োময়’ পড়ি চিরদিন তুমি বাঁচো ‘মিসির আলি’ আছে, ‘বাকের’ আর ‘হিমু’ও আছে পাশে তোমার কথা যে বলিছে তাহারা, বলিছে কুশল আছে জীবন হারানোর বেদনায় খুঁজি তোমার লেখা বই তোমারে নিয়ে যে অনেক গরব চারদিকে হই চই। প্রাণের মানুষ হুমায়ূনরা যে মরে নাকো কোনোদিন পাঠক হৃদয়ে আসন তোমার বেঁচে থাকো চিরদিন। তোমার রচিত ইতিহাস কথা বাঙ্গালির পথ দেখায় তোমার পথের পথিক বাঙ্গালি শহিদের কথা কয় হুমায়ূন তুমি লিখিয়াছ বহু, লেখো নাই নিজ কথা নুহাশে শুয়ে নীরবে লিখিও কেউ দেবে না বাধা। লক্ষ মানুষের শ্রদ্ধা তুমি সিক্ত ভালবাসায় কোটি মানুষের আশীর্বাদ তোমার হৃদয়ের বারতা কয় শিশিরে ভিজিবে , বর্ষায় নাহিবে, জমা হবে যত ফুল ঝরিবে পাতা, বহিবে বাতাস, পাখির ডাকে আকুল। লাল সূর্যের আভায় ভাসিবে, অস্তে নামিবে আঁধার

জাগিবে চাঁদ হাসিবে তারা বসাবে আলোর আসর ভোরের বাতাসে নির্মল আকাশে আবার হাসিবে তুমি ‘কাজল’ তুমি জাগিয়ে রাখিও নুহাশ পল্লী ভূমি। এভাবেই থাকো ফুলেল আসরে বাংলার গান গাও, এতো কথা বলি হুমায়ূন তুমি কিছু কি শুনিতে পাও।