দেবহাটা

দেবহাটা উপজেলা উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মুজিবর রহমানসহ ৩ জনের মনোনয়ন জমা দিলেন

By daily satkhira

November 15, 2020

দেবহাটা ব্যুরো:  দেবহাটা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমানে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানসহ ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার বিকাল ৫ টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। এই সময়ের মধ্যে মুজিবর রহমান ছাড়াও দক্ষিন পারুলিয়া গ্রামের খলিলুর রহমানের পুত্র সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ও আম প্রতিকের প্রার্থী হিসেবে অজিহার রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম ৩ জনের মনোনয়ন জমা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দেবহাটা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের তফসিল ঘোষনা অনুযায়ী ১৫ নভেম্বর ছিল মনোনয়ন জনা প্রদানের শেষদিন। ঘোষনা অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের দিন ১৭ নভেম্বর, আপিল দাখিলের শেষ দিন ১৮ থেকে ২০ নভেম্বর, আপিল নিষ্পত্তির দিন ২১ থেকে ২২ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৩ নভেম্বর, প্রতিক বরাদ্দ ২৪ নভেম্বর ও ভোট গ্রহনের তারিখ ১০ ডিসেম্বর। দেবহাটা উপজেলা সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ১২ হাজার ৪ শত ১২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ১ শত ৫ জন ও মহিলা ভোটার ৫৫ হাজার ৩ শত ৭ জন। ৫টি ইউনিয়নের পরিসংখ্যান অনুযায়ী কুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৬ শত ৮৬ জন। তার মধ্যে পুরুষ ১৩ হাজার ১ শত ১২ ও মহিলা ১২ হাজার ৫ শত ৭৪ জন। পারুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৭ হাজার ৮ শত ৪৫ জন। তার মধ্যে পুরুষ ১৪ হাজার ১ শত ৩৬ ও মহিলা ১৩ হাজার ৭ শত ৮ জন। সখিপুর ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৪ শত ৩২ জন। তার মধ্যে পুরুষ ৯ হাজার ৩ শত ৬৬ ও মহিলা ৯ হাজার ৬৬ জন। নওয়াপাড়া ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৩ শত ৭৫ জন। তার মধ্যে পুরুষ ১২ হাজার ৯ শত ৭১ ও মহিলা ১২ হাজার ৪ শত ৪ জন। এছাড়া দেবহাটা সদর ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৭৪ জন। তার মধ্যে পুরুষ ৭ হাজার ৫ শত ২০ ও মহিলা ৭ হাজার ৫ শত ৫৪ জন। ইতিমধ্যে এই উপ-নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রাার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। উপনির্বাচন নিয়ে নানা মুখী বিতর্কের মধ্যেও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনেকেই মনে করেন। আর সে ক্ষেত্রে নির্ভয়ে ভোট প্রদানের নিশ্চয়তাও আশা করেন তারা। উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০১৯ তারিখে উপজেলা নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। কিন্তু গত ৬ আগস্ট ২০২০ তারিখে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি মহামারী করোনা উপসর্গ নিয়ে মারা গেলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়।