সাতক্ষীরা

সাতক্ষীরায় ভারতীয় পাতার বিড়িসহ দুই চোরাকারবারী আটক

By daily satkhira

November 19, 2020

আসাদুজ্জামান : ভারত থেকে অবৈধভাবে ৯৫ হাজার ৯২০ পিস পাতার বিড়ি আনার সময় সাতক্ষীরা শহরের কামালনগর বৌবাজার এলাকা থেকে দুই চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়। আটক দুই চোরাকারবারী হলেন, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে মোফাখখের হোসেন (৩২) ও একই এলাকার মৃত আব্দুর রকিব দালালের ছেলে উজ্জল হোসেন (২৩)। র‌্যাব জানায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সাতক্ষীরা পৌরসভাধীন কামালনগর বৌ-বাজার এলাকায় কতিপয় ব্যক্তি ভারত থেকে চোরাই পথে ভারতীয় পাতার বিড়ি আনিয়া ক্রয়-বিক্রয় করিবার উদ্দেশ্যে অবস্থান করিতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদের নেতৃত্বে র‌্যাবের একটি টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত দুই চোরাকারবারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বস্তায় ৯৫ হাজার ৯২০ পিস পাতার বিড়ি, তিনটি মোবাই ও ৪ টি সিম কার্ড জব্দ করা হয়। র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ আটক দুই ব্যক্তিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।##