সাতক্ষীরা

সাতক্ষীরা আহছানিয়া মিশনের কমিটি বাতিলের দাবিতে মানবন্ধন

By daily satkhira

November 20, 2020

প্রেস বিজ্ঞপ্তি :  সাতক্ষীরা আহছানিয়া মিশনের কমিটি বাতিল, মসজিদের পাশে ব্যাংক ভাড়া না দেওয়া এবং মসজিদের সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছে মিশনের সদস্য মুসুল্লীরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের মুনজিতপুরস্থ মসজিদের সামনের সড়কে অনুষ্ঠিত মানববনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন,সদস্য এড. শেখ ফারুক আহমেদ, কাজি সিরাজুল হক, জেলা ওলামালীগের সভাপতি নাজমুল হক বকুল, যুবলীগ নেতা মহিউদ্দীন হাসেমি তপু, জাতীয় পার্টির নেতা আব্দুল আহাদ, অবসর প্রাপ্ত ইন্সপেক্টর আব্দুস সামাদ, জেলা হাফেজ পরিষদের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। এসময় বক্তারা সাতক্ষীরা আহছানিয়া মিশনের বর্তমান কমিটির অবৈধ উল্লেখ করে বলেণ, শাহ সুফি খান বাহাদুর আহছান উল্লাহ সাতক্ষীরার গর্ব। তার প্রতিষ্ঠান নিয়ে বাণিজ্য কোন ভাবেই মেনে নেওয়া হবে না। সাতক্ষীরা আহছানিয়া মিশনের বর্তমান সাধারণ সম্পাদক ধর্মীয় প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার উদ্দেশ্যে এটিকে পুজি করে বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। টাকার জন্য মসজিদের পাশে সুদি কারবারি ব্যাংকে বাড়া দেওয়ার পায়তারা চালাচ্ছেন। তার অসৎ উদ্দেশ্যে কোন ভাবেই সফল হতে দেওয়া হবে না। এছাড়া বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তো দূরের কথা নির্বাহী কমিটির কোন সদস্য মসজিদের নামাজ পড়ে না। শুধু অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অবৈধভাবে মিশনের দায়িত্ব নিয়েছেন। অবিলম্বে ওই সাধারণ সম্পাদক বহিস্কার দাবিতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মুসুল্লীরা।