খেলা

চেলসির ঘরে প্রিমিয়ার লিগ শিরোপা

By Daily Satkhira

May 13, 2017

অপেক্ষাটা আর বাড়তে দেয়নি চেলসি। দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। শুক্রবার রাতে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে একমাত্র গোলে জিতে চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করেছে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে দারুণ ফুটবল খেলে কেবল গোলটাই পাচ্ছিল না চেলসি। শেষদিকে ম্যাচের ৮২ মিনিটে পেদ্রোর বদলি মিচি বাতসুয়াই জয়সূচক গোলটি এনে দেন। স্প্যানিশ ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতার পাসে জাল খুঁজে নেন তিনি। তাতেই ব্লুজদের ইতিহাসের ষষ্ঠ প্রিমিয়ার লিগ শিরোপার উল্লাসে মেতে ওঠে কস্তা-ফ্যাব্রেগাসরা।

শুক্রবারের জয়ে ৩৬ ম্যাচে চেলসির পয়েন্ট দাঁড়াল ৮৭তে। এক ম্যাচ কম খেলে টটেনহ্যাম হটস্পার ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল। তারা বাকি তিন ম্যাচ জিতলে আর চেলসি পরের দুম্যাচ হারলেও পয়েন্টের ব্যবধান ঘুচবে না। তাইতো গত ১৩ বছরের মধ্যে পঞ্চমবার ইপিএল শিরোপার উল্লাসে মাতার সুযোগ একটু আগেভাগেই এল চেলসির জন্য।

ব্লুজদের শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ইতালিয়ান কোন্তে কোচ হিসেবেও দারুণ এক কীর্তি গড়েছেন। মাত্র চতুর্থ কোচ হিসেবে প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই দলকে শিরোপা এনে দিলেন তিনি। হোসে মরিনহো (২০০৪-০৫), কার্লো আনচেলত্তি (২০০৯-১০) ও ম্যানুয়েল পেল্লেগ্রিনির (২০১৩-১৪) কাতারে নাম লেখালেন তিনি। গত বছরের আগস্টে চেলসির দায়িত্ব নেওয়ার আগে সিরি আ’তে টানা তিন মৌসুমে জুভেন্টাসকে শিরোপা জিতিয়ে এসেছেন কোন্তে।