দেবহাটা ব্যুরো: দেবহাটায় ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটার সখিপুর যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় সখিপুর কেবিএ কলেজ মাঠে শনিবার বিকাল ৪ টায় উক্ত খেলার ফাইনালে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ। সখিপুরের বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীল যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জি.এম ওয়াহিদ পারভেজ, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। ফাইনাল খেলায় খেলায় একদিকে অংশগ্রহন করে দেবহাটার পাঁচপোতা আরআরপি ক্লাব ও অন্যদিকে অংশগ্রহন করে গাজীরহাট প্রগতি সংঘ। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন শেখ ইকবাল হোসেন বাবলু। তাকে সহযোগীতা করেন মিজানুর রহমান ও দিলীপ কুমার। এছাড়া তৃতীয় রেফারী হিসেবে ছিলেন রফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে খেলাধুলার মাধ্যমেই অতি দ্রæত বিশে^র দরবারে পরিচিতি লাভ করা যায় উল্লেখ করে পড়াশুনার পাশাপাশি যুবকদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার পরামর্শ দেন। তাছাড়া খেলাধুলার মাধ্যমে শরীর যেমন সুস্থ থাকে তেমনি সকল প্রকারের অন্যায় কাজ থেকে দুরে থাকা যায় বলে মুনসুর আহম্মেদ সকলকে এমন নান্দনিক খেলার আয়োজন করার আহবান জানান। খেলা শেষে টাইব্রেকারের মাধ্যমে সমান সমান গোল হওয়ায় অমিমাংসিতভাবে সমাপ্ত হয়।