সাতক্ষীরা

সাতক্ষীরায় শ্রম আইন অমান্য করে সাপ্তাহিক ছুটির দিনেও দোকান খোলার অভিযোগ

By daily satkhira

November 24, 2020

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরা শহরে প্রচলিত শ্রম আইন অমান্য করে সাপ্তাহিক ছুটির দিনেও কাপড়ের দোকান খোলা রাখার অভিযোগ উঠেছে সাতক্ষীরার কতিপয় কাপড় দোকান মালিকের বিরুদ্ধে। এঘটনায় প্রচলিত শ্রম আইনের বাস্তবায়ন চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা। অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ কাপড়ের দোকানের মালিকদের অধীনে কর্মরত আছেন তারা। বার বার মালিক পক্ষের কাছে নিয়োগ পত্র চাওয়ার পরও মালিক পক্ষ তাদের কোন নিয়োগপত্র দেন না। যার ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার কর্তৃক শ্রম আইন মোতাবেক ন্যুনতম বেতন, সাপ্তাহিক ছুটি, উৎসব ছুটি, জাতীয় দিবসের ছুটি, চিকিৎসা ছুটি ভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন। সম্প্রতি শহরের কাপড়ের দোকান মালিক সমিতি প্রচলিত আইন অমান্য করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দোকান খোলার রাখার সিদ্ধান্ত গ্রহণ করে পূর্বক শহরে মাইক দ্বারা প্রচার করে। যার শ্রম আইনের পরিপন্থি। এবিষয়ে সাতক্ষীরা কাপড় দোকান মালিক সমিতির সভাপতি গোলাম রসূলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরাও চাই সপ্তাহে অন্তত একদিন দোকান বন্ধ থাক। কিন্তু কতিপয় দোকানদাররা কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে শুক্রবারেও দোকান খোলা রাখেন। এতে অন্যান্য দোকানদারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যে কারণে আমরা দোকান খোলা রাখতে নির্দেশ দিয়েছি।