আশাশুনি

আশাশুনিতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

By daily satkhira

November 24, 2020

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ও বেশি দামে মাক্স বিক্রয়ের অপরদে ভ্রাম্যমান আদালতে ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট বাজারে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে মাস্ক পরিধান না করায় এবং বেশি দামে মাস্ক বিক্রি করায় ০৩ টি মামলায় সর্বমোট ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। সামাজিক সচেতনা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে মাস্ক পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় পিআইও মোঃ সোহাগ খান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।