সাতক্ষীরা

সাতক্ষীরায় টাকা উঠাতে এসে ২৪ হাজার টাকা খোয়ালেন অমল-চিন্তা দম্পতি

By daily satkhira

November 24, 2020

নিজস্ব প্রতিনিধি : সারা জীবনের তীলে তীলে জমানো টাকা উঠাতে এসে ২৪ হাজার টাকা খোয়ালেন তালার অমল-চিন্তা দম্পতি। মঙ্গলবার সাতক্ষীরা পোস্ট অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দরিদ্র অমল বাছাড় তালা উপজেলার কৈখালী গ্রামের বাসিন্দা। তারা জানান, মেয়ের বিয়ের তীলে তীলে জমানো টাকা পোস্ট অফিসে তুলেতে এসেছিলেন। অফিসের কর্মকর্তা ৪৮ হাজার ৭০০ টাকা গুনে তাদের হাতে দেওয়ার পর ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি হাতে ১ হাজার টাকার নোট নিয়ে টাকা খুচরা করবে বলে ঘুর থাকে। একপর্যায়ে তার হাত থেকে টাকার ব্যান্ডেল নিয়ে তার মধ্যে থেকে ২৪ হাজার বের করে কৌশলে তাদের পকেটে ঢুকিয়ে কিছু বুঝে ওঠার পূর্বেই দ্রুত সটকে পড়েন। বিষয়টি তাৎক্ষনিক অফিসের সকলকে জানানো হলেও তার মধ্যেই ওই প্রতারক পালিয়ে যান। যদি এঘটনায় জড়িত সন্দেহে অফিসের স্টাফ নারায়নে দিকে আঙ্গুল তুলেছেন ভুক্তভোগী অমল বাছার। এঘটনার পর থেকে অমল ও চিন্তা রানী পড়েছেন গভীর চিন্তায়। কিভাবে কন্যাকে পাত্রস্থ করবেন সেটি এখন তাদের একমাত্র ভাবনা। তবে নারায়ন বিষয়টি অস্বীকার করে বলেন, আমি আরো তাদের টাকা তুলতে সহযোগিতা করেছি। সাতক্ষীরা প্রধান পোস্ট অফিসের পোস্ট মাস্টার কামরুল আহছান বলেন, ঘটনা শোনার সাথে সাথে সিসিটিভি ফুটেজ চেক করে প্রতারককে সনাক্ত করার চেষ্টা করেছি। কিন্তু প্রতারকের মুখে মাস্ক থাকায় সেটি মুখ ভালো বোঝা যাচ্ছে না। এখানে বার বার এধরনের ঘটনা ঘটলেও কোন নিরাপত্তা বাড়ানো হয় না এমন প্রশ্নে তিনি বলেন আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়েছি। তারা পদক্ষেপ না নিলে আমরা কি করব। উল্লেখ্য: সাতক্ষীরা পোস্ট অফিস থেকে টাকা তুলে ইতোপূর্বে অনেকেই নি:শ্ব হয়ে বাড়ি ফিরেছেন। দীর্ঘদিন ধরে পোস্ট অফিসে এধরনের ঘটনা ঘটলেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরার সুশীল সমাজের নেতৃবৃন্দ। অবিলম্বে সেখানে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।