সাতক্ষীরা

করোনা প্রতিরোধে দেবহাটায় ২শত পরিবারে সুরক্ষা সামগ্রী বিতরণ

By daily satkhira

November 25, 2020

নিজস্ব প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ (পিআইএইচআরএস ফেজ-২) প্রকল্পের আওতায় কোভিড-১৯ প্রতিরোধে প্রতিবন্ধী বান্ধব হাতধোয়া কর্ণার উদ্বোধন ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ডিআরআরএ’র আয়োজনে সিবিএম ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সুরক্ষা সামগ্রী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতিকের মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমানের সভাপত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আল্পনা অধিকারী, হামিদা পারভীন প্রমুখ। একই সাথে বেলা ১১টায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ প্রতিরোধে প্রতিবন্ধী বান্ধব হাতধোয়া কর্ণার উদ্বোধন ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ফিতা কেটে উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, ডিআরআরএ’র ডেপুটি ম্যানেজার তরুণ সরদার, ইনক্লুশান ম্যানেজার নীল্যৎপল ম-ল, এপিটি রুহুল আমিন, সাবিবর সরদার, সিবিআইডি প্রকল্প ম্যানেজার মোস্তাক আহমেদ, কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, নুরুল হুদা, বরুন কুমার সরদার, নারী কন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রকল্পের মুজিবর রহমান, নজিফা খাতুন, ডিআরআরএ’র সুজাতা মন্ডল, রেশমা পারভীন, আরিফুল ইসলাম, শিমুল গাইন, আছের আলী (ডিপিও সদস্য) ও সায়েমা খাতুন উপস্থিত ছিলেন। ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেনের পরিচালনায় নওয়াপাড়ায় ১০৫টি দুঃস্থ, অসহায় পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৫জন প্রতিবন্ধীকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ৫০টি সার্জিক্যাল মাক্স, ২টি হ্যান্ড স্যানিটাইজার, চাকা এ্যাডভান্সড ওয়াশিং পাউডার ১০০০ গ্রাম ২ প্যাকেট, স্যানিটারী ন্যাপকিন এক বক্স, মেরিল মিল্ক সোপ বার ১৫০ গ্রাম ৫টি, ব্লিচিং পাউডার ৫০০ গ্রাম ২ প্যাকেট, অলিম্পিক লেক্সাস বিস্কুট ১২ প্যাকেট এর এক বক্স, ৩০ লিটার বালতি একটি, মগ একটি ও একটি ওয়াটার ফিল্টার ট্যাব প্রদান করা হয়।