কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে প্রকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা পূর্নবাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে ৬৩০জন ক্ষুদ্র প্রান্তিক চাষীকে বীজ ও সার দেওয়া হয়। এসময় ১৯০ জনকে পূর্নবাসনের আওতায় আনা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।