সাতক্ষীরা

জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়

By daily satkhira

November 29, 2020

নিজস্ব প্রতিনিধি : জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন স্বক্ষতা বৃদ্ধিতে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ মফিজুর রহমান। সিডা এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় নবলোক কর্তৃক বাস্তবায়িত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন স্বক্ষতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারি প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালীকরন প্রকল্প এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা: হুসাইন সাফায়াত, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার, লিগ্যাল এইডস আইএন্ডসি রেজা তারিখ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মির্জা সালাউদ্দীন, অতিরিক্ত পিপি তপন কুমার দাসসহ জেলা পর্যায়ের সকল উপ-পরিচালকসহ প্রায় ৬০জন সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন নবলোক এর সহকারী পরিচালক মনিটরিং ও ইভুয়েলেশন অফিসার ফাহমিদা সুলতানা। এসময় সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান শ্যামনগরে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।