সাতক্ষীরা

সাতক্ষীরায় বিশ^ টয়লেট দিবস উৎযাপন

By daily satkhira

November 29, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভায় ওয়াস এসডিজি প্রকল্প কর্তৃক স্থায়িত্বশীল স্যানিটেশন ও জলবায়ু পরিবর্তন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ^ টয়লেট দিবস ২০২০উৎযাপন করা হয়েছে। ২৯ নভেম্বর ২০২০ সাতক্ষীরা পৌরসভা ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ওয়াস এসডিজি প্রকল্পের উত্তরণ পার্টের সমন্বয়কারী হাসিনা পারভিন, সাতক্ষীরা পৌরসভা ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাবিবুর রহিম রিন্টু ও সাধারণ সম্পাদক সমিত কুমার ঘোষ। বক্তারা এসডিজি ৬ নং লক্ষ্য মাত্রা অর্জন ও মানুষের মাঝে উন্নত স্যানিটেশন সচেতনতা সৃষ্টির গুরুত্ব বিষয়ক আলোকপাত করেন। বিশ^ টয়লেট দিবস উৎযাপনের তাৎপর্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন নন্দিতা রানী দত্ত। কমিউনিটি পর্যায়ে স্যানিটেশন চাহিদা সৃষ্টির ক্ষেত্রে উদ্যোক্তাদের ভূমিকা বিষয়ক বক্তব্য রাখেন মোঃ রবিউল ইসলাম ও ফরিদা খাতুন। কমিউনিটি পর্যায়ে স্যানিটেশন ব্যবকারীদের মধ্যে বক্তব্য রাখেন ফতেমা খাতুন ও তহমিনা খাতুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল সরকার। অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমানে এসডিজি ৬ নং লক্ষ্য মাত্রা অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হবে। যারা ওয়াস উদ্যোক্তা আছেন তাদেরকে সকল শ্রেণীর মানুষের উপযোগী পণ্য উৎপাদন করতে হবে। মানব বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। মানব বর্জ্য সুস্থ ব্যবস্থাপনা করার জন্য সরকারী ও বেসরকারী পর্যায়সহ সিভিল সোসাইটি মেম্বার, সাংবাদিক ও কমিউনিটির সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য ওয়াস এসডিজি প্রকল্প কমিউনিটি পর্যায়ে মানুষের সচেতনতা বৃদ্ধি, ওয়াস উদ্যোক্তাদের দক্ততা বৃদ্ধি ও ওয়াস সেবার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার জন্য সাতক্ষীরা পৌরসভার সাথে কাজ করে যাচ্ছে।