কালিগঞ্জ

কালিগঞ্জ তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের ত্রি-বাষিক সম্মেলন

By daily satkhira

December 01, 2020

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ উপজেলা আহবায়ক কমিটির আয়োজনে ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রোকেয়া মনসুর মহিলা কলেজের সভা কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রধান অফিস সহকারী নিরোধ কুমার মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ, রোকেয়া মনসুর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল শ্রীবাস চন্দ্র রায়, তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কবিরুল ইসলাম, সদস্য সচিব মোকলেছুর রহমান, কাজী আলাউদ্দিন কলেজের সহকারী অধ্যাপক সাজেদুল বারী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও ব্যাচ পরিয়ে বরণ করা হয়। এসময় বক্তাগন বলেন, ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে অচিরেই আমরা আন্দোলনে নামবো। আমরা দীর্ঘদিন যাবৎ নির্যাতিত ও অবহেলিত। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ১৫তম স্কেল বাদ দিয়ে ১০তম স্কেলে বেতন দিতে হবে। পদ ও পদবী পরিবর্তন করতে হবে। বেসরকারী প্রতিষ্ঠানে যারা চাকুরী করে সবাই শিক্ষিক, অথচ আমাদের কে কেরানী বলে ডাকা হয় এটা আমাদের জন্য চরম অপমানের। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে চম্পাফুল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারি ইয়াসিন আলীকে সভাপতি, রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রধান অফিস সহকারী নিরোধ কুমার মন্ডলকে সাধারণ সম্পাদক এবং পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শপ এ্যাসিস্ট্যান্ট সুকুমার দাশ বাচ্চুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়।