তালা প্রতিনিধি : বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ বাজার এলাকায় নুরু সরদারের ঘর নির্ণামের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আঃ মজিদ মোল্লা ইসলাকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ সেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ। এরপর জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সাধারন জনগনের মাঝে মাস্ক বিতারণ করেন। পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন। উল্লেখ্য, আশ্রয়ন-২ প্রকল্প অধীনে প্রথম পর্যায়ে তালা উপজেলায় ৭৫ টি ঘর নির্মাণ করা হবে।