আশাশুনি

কোভিড-১৯ থেকে সুরক্ষিত থাকতে নিজে মাক্স পরুন অপরকে উৎসাহিত করুন.. ডাঃ রুহুল হক এমপি

By daily satkhira

December 02, 2020

আশাশুনি ব্যুরো: দ্বিতীয় ধাপে শীতের প্রকোপের মধ্যে কোভিড-১৯ থেকে সুরক্ষিত থাকতে নিজে মাক্স পরুন অপরকে মাক্স পরতে উৎসাহিত করুন। ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় “কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” কে মাথায় রেখে স্টল গুলো সাজানো হয়েছে জেনে খুবই খুশি হয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সর্বপরি সকলের প্রচেষ্টায় কোভিড-১৯ এর প্রথম ধাক্কাটা মোটামুটি ভালোভাবে প্রতিহত করতে পারার আমার বিশ্বাস দ্বিতীয় ধাপের এ ধাক্কাটাও আমরা ভালোভাবে প্রতিহত করতে পারবো। ‘করোনা’ থেকে বাঁচতে সচেতনতা অবলম্বনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকপ্ল কিছু নেই। বুধবার আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠানে জুম সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত হয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। বক্তব্য শেষে ২ দিন ব্যপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষনা করেন তিনি। আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। সহকারি প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সঞ্চালনায় এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মোঃ সামছুল আলম, শিক্ষক দুখিরাম ঢালী প্রমুখ বক্তব্য রাখেন। এবারের মেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসনের ২টি দপ্তর নিয়ে মোট ১০টি স্টল মেলায় অংশ গ্ৰহন করেন।