খুলনা

খুলনা বিভাগের উচ্চ মাধ্যমিক স্তরের কলেজ শিক্ষকদের ২৭দিন মেয়াদি আইসিটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

By daily satkhira

December 03, 2020

প্রেস বিজ্ঞপ্তি: খুলনা বিভাগের উচ্চ মাধ্যমিক স্তরের কলেজ শিক্ষকদের ২৭দিন মেয়াদি আইসিটি প্রশিক্ষণ কোর্স মূল্যায়ন এবং সনদপত্র বিতরণ সম্পন্ন করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ এর নির্দেশনা অনুযায়ী শিক্ষার সকল স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এইচএসটিটিআই) খুলনা এর পরিচালনায় ৬৯ তম ব্যাচে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, খুলনা এবং কুষ্টিয়া জেলার ২০টি কলেজের শিক্ষকরা এ প্রশিক্ষণ গ্রহণ করেন। গত ৭ নভেম্বর ২০২০ শুরু হওয়া কোর্সে এইচএসটিটিআই পরিচালক প্রফেসর ড. মোঃ আতিকুল ইসলামের পাঠানোর সার্বিক নির্দেশনায় প্রধান কোর্স সমন্বয়কারী ড. প্রদীপ কুমার মন্ডল এবং কোর্স সমন্বয়কারী শামীমা আক্তার ও ফারজানা কবিরের পরিচালনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, ওয়ার্ড প্রসেসিং, বাংলা টাইপিং, প্রেজেন্টেশন সফটওয়্যার, শিক্ষায় ইন্টারনেট, সামাজিক যোগাযোগ ওয়েবসাইট এবং শিক্ষক বাতায়ন, ডেটা কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, সংখ্যা পদ্ধতি, বুলিয়ান অ্যালজেবরা, ওয়েবপেজ ডিজাইন ও এইচটিএমএল, প্রোগ্রামিং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা টিচার্স ট্রেনিং কলেজ, সরকারি বি এল কলেজ খুলনা, এইচএসটিটিআই খুলনা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ জন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ প্রদান ও মূল্যায়ন করা হয়। শিক্ষকদের প্রশিক্ষণ আরো প্রাণবন্ত করতে জাহানাবাদ সেনানিবাস খুলনা, ফুলতলা সরকারি মহিলা কলেজ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণ ডিহি পরিদর্শন করা হয়। আজ ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার সকাল ১০টায় কনফারুমে নায়েম এবং এইচএসটিটিআই এর পরিচালক প্রফেসর ড. আতিকুল ইসলাম পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন সরকারি সিটি কলেজ খুলনার প্রাপ্তন অধ্যক্ষ প্রফেসর খন্দকার কামরুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাসরিন সুলতানা, তপন কুমার শীল, আব্দুল্লাহ আল মামুন, আমিনুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কোর্স সমন্বয়কারী শামীমা আক্তার।