দেবহাটা

করোনায় মারা গেলেন সাতক্ষীরা মেডিকেলের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শাহজাহান

By Daily Satkhira

December 04, 2020

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শেখ শাহজাহান আলী মারা গেছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. শেখ শাহজাহান আলী সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি দেবহাটায়।বর্তমানে তিনি সাতক্ষীরা ম্যাটসের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। ডা. শাহজাহান ছাত্র জীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিলেন। সরকারি চাকরিজীবনে ‘গরিবের ডাক্তার’ হিসেবে তার সুনাম ছিল। ডা. শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিএমএ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি।

এরপর তার শরীর করোনা পজিটিভ শনাক্ত হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বিএমএ জেলা শাখার পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।