নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রথম বারের মত সাবেক পৌর মেয়র ও কাউন্সিলরদের নামে সড়কের নামকরণ করা হয়েছে। ৪ ডিসেম্বর শুক্রবার রাজারবাগান এলাকায় পৌর ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম শেখ রেজাউল করিম রাজা’র নামের ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। মান্নান ডাক্তারের বাড়ির সামনে হতে আনছার ক্যাম্পের ক্যানটিন পর্যন্ত সড়কটি সাবেক কাউন্সিলর শেখ রেজাউল করিম রাজার নামে নাম করণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম,৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জ্যোন্সা আরা, মরহুম কাউন্সিলর রাজার ভাই শফিউল বারি চান্দু, শেখ শহিদুল করিম বাবলু, শেখ হুমায়ুন কবির স্বপন, শেখ হাবিবুর রহমান রিন্টু, আব্দুল কাদের ফিরোজ, মরহুমের বড়পুত্র প্রকৌশলী শেখ আবু সাঈদ রাজ প্রমুখ। উল্লেখ্য: রাজারবাগান এলাকার মরহুম আব্দুল হামিদের বড়পুত্র শেখ রেজাউল করিম রাজা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে ৫৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।