সাতক্ষীরা

সাতক্ষীরায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

By daily satkhira

December 05, 2020

প্রেস বিজ্ঞপ্তি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য অপসারন ও সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা মুছে ফেলার জন্য সাম্প্রদায়িক ধর্মীয় সংগঠনের দাবীর প্রতিবাদে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জোটের সাতক্ষীরা জেলার সভাপতি আবু আফ্ফান রোজবাবু’র সভাপতিত্বে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে শনিবার বিকাল ৩টায় সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যে ব্যক্তি দেশে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা শিক্ষার অনুমোদন দেয়েছেন, যাঁর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসা শিক্ষার অনুমোদন দিলেন সেই মহান ব্যক্তি জাতির জনকের ভাষ্কর্য ধর্মীয় সংগঠন কিভাবে অপসারনের কথা চিন্তা করে। বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লেখক জহুরুল হক নান্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলার অর্থ সম্পাদক কাজী মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক কবি সায়েম ফেরদৌস মিতুল, সাধারণ সম্পাদক শামীমা পারভীন রতœা। সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার এই মানববন্ধন অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করে ব্যানারসহ অংশগ্রহণ করে ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’ সাতক্ষীরা জেলা শাখা ও ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’ সাতক্ষীরা জেলা শাখা। মানববন্ধন অনুষ্ঠানের সভাপতি দেশবরেণ্য সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু করোনা ভাইরাস সংক্রমণের জন্য সকল স্বাস্থ্যবিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মুজিববর্ষের সকল কর্মসূচির সফলতা কামনা করে উপস্থিত সকল সংগঠনের প্রতিনিধি ও জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।