কালিগঞ্জ প্রতিনিধি: “মাদককে না বলি সমাজ থেকে মাদক নির্মূল করি” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে করোনা বিষয়ক সচেতনতা ও গ্রাম ডাক্তারদের পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে এই অনুষ্ঠিত হয়। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি বক্তব্যে বলেন, সৃষ্টিকর্তার পর মানুষ ডাক্তারদের বেশী বিশ^াস করে। গ্রাম ডাক্তাররা হলো প্রাথমিক চিকিৎসার আশ্রয় স্থল। মহামারী করোনার মধ্যেও গ্রামগঞ্জে জীবন বাঁজি রেখে গ্রাম্য চিকিৎসাকগন স্বাস্থ্যসেবায় মানবিকতার মূল্যবোধ জাগ্রত রেখেছেন। উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার শেখ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল গাফফার, যুগ্ম সম্পাদক গ্রাম ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, ধলবাড়িয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাক্তার এমএ, কাদের, কৃষ্ণনগর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সতিতির সভাপতি আলহাজ¦ সাইফুল ইসলাম, নলতা ইউনিয়ন গ্রাম কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাক্তার বাবুল আক্তার প্রমুখ। পরে গ্রাম ডাক্তারদের মাঝে পরিচয়পত্র ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।