সাতক্ষীরা

জাগ্রত সাতক্ষীরা’র আয়োজনে “সাতক্ষীরা মুক্ত দিবস” উদযাপন

By daily satkhira

December 07, 2020

সাতক্ষীরা মুক্ত দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে গতকাল ৭ডিসেম্বর সোমবার জাগ্রত সাতক্ষীরা’র আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি’তে বই প্রদান, আলোচনাসভা এবং কেন্দ্রীয় শহীদ মিনার সাতক্ষীরা’এ আলোক প্রজ্জ্বলন ও বিজয় বন্ধন করা হয়। অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে বই প্রদান ও আলোচনাসভায় পাবলিক লাইব্রেরিতে বিকাল সাড়ে ৪ টায় উপস্থিত ছিলেন, তৃপ্তি মোহন মল্লিক, গাজী আবুল কাশেম, কামরুজ্জামান রাসেল, শেখ তৌহিদুর রহমান, লায়লা পারভীন সেজুতি, জাগ্রত সাতক্ষীরার পক্ষে সভাপতি সায়েদ ফেরদৌস মিতুল, সম্পাদক রাজিব ফরহাদ, আমিনুর রশিদ, এড. নূরুজ্জামান, ইউনুস আলী, আহমেদ সাব্বির, বাবলু ভঞ্জ চৌধুরি, সুলতান মাহমুদ রতন, জাহিদা জাহান মৌ, শাহানাজ খাতুন, দিবা, কবি রুবেল, সামছুল মাহবুব ভন্টু, তানভীর আহমেদ সুমন, মো: মুছা প্রমুখ। উক্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৫ টায় জাগ্রত সাতক্ষীরা’র সভাপতি সায়েম ফেরদৌস মিতুলের সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনার সাতক্ষীরা’এ আলোক প্রজ্জ্বলন ও বিজয় বন্ধন অনুষ্ঠান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি