শ্যামনগর

শ্যামনগরে জননী নাসিং হোম কে অর্থদন্ড

By daily satkhira

December 07, 2020

শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নে ৭ ডিসেম্বর বিকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল’র নির্দেশ মোতাবেক ও উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী’র সার্বিক তত্বাবধানে মেয়াদ উত্তীর্ণ জননী নাসিং হোম কে অর্থদন্ড করে। অফিস সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর-ভেটখালী মেইন রোড সংলগ্ন অবস্থিত জননী নাসিংহোম ক্লিনিকটি মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সসহ অবৈধভাবে গোপাল চন্দ্র মন্ডল পরিচালনা করে আসছিলেন। এ সময় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আব্দুল হাই সিদ্দিকী, শ্যামনগর হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জি. এম শোকর আলী ও সঙ্গীয় ফোর্স স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিততে জননী নাসিংহোমের পরিচালককে ভূয়া ডাক্তার পরিচয় দেয়ার কারণে মেডিকেল ও ডেন্টিস কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারায় সেই সাথে মেডিকেল প্রাকটিস এবং বে- সরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ) আইন, ১৯৮২ সালের ৮ ও ৯ এর (চ) (ছ) ধারার বিধানমতে ২৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় একই সাথে ক্লিনিকটি বন্ধ করে দেয়া হয়েছে।