জাতীয়

ঘন কুয়াশায় ১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

By Daily Satkhira

December 08, 2020

অনলাইন ডেস্ক : পদ্মা নদীতে অব্যাহত ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে চলাচল শুরু হয়।

বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

সংস্থার আরিচা সেক্টরের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান বলেন, সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই পদ্মায় কুয়াশা পড়তে থাকে। রাত ১১টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করা হয়। আজ সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

তিনি জানান, এই নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাটে দেড় শতাধিক বাস ও সাড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।