আন্তর্জাতিক

বাইডেন যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন

By Daily Satkhira

December 08, 2020

বিদেশের খবর : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পদে অবসরপ্রাপ্ত জেনারেল লিওড অস্টিনকে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এই পদে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে নিয়োগ পেলেন অস্টিন।

এ জেনারেলই বারাক ওবামার শাসনামলে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। খবর রয়টার্সের।

জানা গেছে, বাইডেন প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রীর পদে দৌড়ে এগিয়ে ছিলেন মিশেল ফ্লুরনি, ‍যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তবে বাইডেন অস্টিনকে বেছে নেয়ায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী হওয়া হলো না ফ্লুরনির।

ওবামা প্রশাসনের কেন্দ্রীয় কমান্ডের প্রধান হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেছেন অস্টিন। তবে তার নিয়োগ নিয়ে কিছু বিতর্ক হতে পারে। কারণ কিছু কোম্পানির বোর্ডে আছেন অস্টিন। এর মধ্যে রয়েছে অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাইথন টেকনোলজি।

অবসরপ্রাপ্ত মেরিন জেনারেলের পর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এর আগে ট্রাম্প প্রশাসন জেমস ম্যাট্টিসকে প্রতিরক্ষামন্ত্রী করেছিল।

এ নিয়োগের মধ্য দিয়ে বাইডেন প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো অস্টিনকে। অস্টিনকে পেন্টাগনের দায়িত্বও সামলাতে হবে। এ দায়িত্বে বাইডেন সঠিক মানুষকে বাছাই করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্টিনের দক্ষতা ও অতীতে সফলভাবে দায়িত্ব পালনের কারণেই এমনটি মনে করছেন তারা।

৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে ট্রাম্পকে হারান। ট্রাম্প পান ২৩৪ ভোট। রিপাবলিকানরা এই ফল প্রত্যাখ্যান করে আন্দোলন করছেন। ট্রাম্পের প্রচার শিবিরের ভোট কারচুপির মামলাগুলো খারিজ হয়ে গেছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে বাইডেনের।