আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনে ১০ কোটি মানুষকে টিকা দেবেন বাইডেন!

By Daily Satkhira

December 09, 2020

অনলাইন ডেস্ক : দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনের মধ্যেই ১০ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার টার্গেট নিয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার দিলওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর বিবিসির। বাইডেন বলেন, “আমার প্রথম ১০০ দিনে করোনাভাইরাস নিঃশেষ হয়ে যাবে না। আমি সেই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারব না। খুব দ্রুত যেমন এ পরিস্থিতি তৈরি হয়নি, রাতারাতি আমরা এখান থেকে বের হতেও পারব না। তবে আমার প্রথম ১০০ দিন সংক্রমণের (করোনাভাইরাস) প্রাদুর্ভাব কমে যাবে এবং আমেরিকানদের জীবনেও পরিবর্তন আসতে শুরু করবে।”

ক্ষমতা নেওয়ার প্রথম ১০০ দিন সবাইকে মাস্ক পরারও আহ্বান জানান বাইডেন। এই সময়ে স্কুল-কলেজও খুলে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

সংবাদ ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন বাইডেন। জানান স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাকেই পছন্দ নতুন প্রেসিডেন্টের। আর রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান হিসেবে রোচেল ওয়ালেনস্কির নাম ঘোষণা করা হয়।