সাতক্ষীরা

শিশু অধিকার পরিস্থিতি সম্পর্কে শিশুদের পর্যবেক্ষণ ও দাবির বিষয়ে সংলাপ সভা

By Daily Satkhira

December 10, 2020

জি. এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিসে বাল্যবিবাহ, জেন্ডার, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের ফলে শিশু অধিকার পরিস্থিতি সম্পর্কে শিশুদের পর্যবেক্ষণ ও দাবির বিষয়ে জেলা পর্যায়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, জেলা শিশু একাডেমীর শেখ রফিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. আহসানুল কবির শাহীন প্রমুখ।

এসময় উপস্থিত শিশুরা বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তন ও জেন্ডার সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। জেলা এনসিটিএফ সদস্য যুথী বলেন, করোনা ভাইরাসের কারনে স্কুল কলেজ বন্ধ থাকায় অনেক মেয়ের বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। বাল্যবিবাহ বন্ধে আমাদের সকলেকে সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে ১০৯, ১০৯৮, অথবা ৯৯৯ এ জানাতে হবে।

শিশুনারী বিভিন্ন বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। অংশগ্রহণকারীরা তাদের স্ব স্ব জায়গা থেকে উক্ত সমস্যা গুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।