নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মাস্টারপাড়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা শহরের কাটিয়া মাষ্টারপাড়ায় ৮ দলীয় নকআউট ভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্টটির উদ্বোধন করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু। সাতক্ষীরা সুমনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এর অর্থ সম্পাদক এ.এস.এম.মাকসুদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক মো.হাবিবুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্র সমাজের সভাপতি ও পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. কায়ছারুজ্জামান হিমেল, ও পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হারুন খান হারু,আইএফআইসি ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী, মো. মুছাব্বেরুজ্জামান সুমন, সাজেক্রীসের সাবেক নির্বাহী সদস্য শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সালেহীন ইভন,শেখ দারুজ্জামান রুবেল,রাহুল সরকার,জি এম মেহেদী হাসান, মাহমুদুল হাসান লাল্টু,আসাদুজ্জামান বাবু এস,এম,হাবিবুল হাসান কোমল বিশ্বাস,শেখ বেলাল হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রেজওয়ানুল আলম রিজভী ও বিপ্লব হোসেন। সিক্সসার সাইস ভিত্তিক ৮ দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সমূহ হল,মাষ্টারপাড়া সুপার কিংস, টিম রেট্রিবিউশন, কাটিয়া ইয়াং রাইডার , লাল্টু লায়ন্স, কিংস রাইডার , ক্র্যাক প্লাটুন, কেএইচএম একাদশ, রেড টাইটানস্। উদ্বোধনী খেলায় কাটিয়া ইয়াং রাইডারস বনাম কিংস রাইডারস পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। প্রধান অতিথি বলেন, যুব সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। খেলাধূলার দিকে আকর্ষন বাড়াতে পারলে যুব সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে।