সাতক্ষীরা

মানবসেবায় আবদান রাখায় সম্মাননা পেল ‘হিউম্যানিটি ফার্স্ট’

By daily satkhira

December 10, 2020

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় ‘হিউম্যানিটি ফার্স্ট’কে সম্মাননা স্মারক প্রদান করেছে ‘বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল ৪ টায় শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক বর্নাট্য আয়োজনের মধ্যে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। ‘হিউম্যানিটি ফার্স্ট’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক ইদ্রিস আলীর পক্ষে স্মারক গ্রহন করেন ‘হিউম্যানিটি ফার্স্ট’ এর স্বেচ্ছাসেবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন এবং সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী মো. রুহুল।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. এসএম শরীফ আজমীর হুসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু-সহ প্রমুখ। ‘হিউম্যানিটি ফার্স্ট’ বিগত এক বছরে করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানের কারণে অসহায় হয়ে পড়া উপকূলের ১৫ হাজার পরিবারে খাবার, ১৫ পরিবারকে ঘর নির্মান, ২৫০ পরিবারে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মান, উপকূলে ১০ টি গভীর নলকূপ স্থাপন, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা, বৃক্ষরোপণ, পরিবেশ বান্ধব চুলা বিতরণ, মসজিদ সংস্কার, সাকো তৈরি, শিশুখাদ্য প্রদানসহ অসংখ্য পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। প্রেস বিজ্ঞপ্তি: