আন্তর্জাতিক

অ্যালার্জি থাকলে ফাইজারের করোনার টিকা না নেয়া উচিত -ব্রিটেন

By Daily Satkhira

December 11, 2020

বিদেশের খবর : ব্রিটেনে জনগণকে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা দেওয়ার দ্বিতীয় দিনেই সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মী মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভ্যাকসিন গ্রহণের পর তাদের শরীরে অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পরই এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়েছে, যাদের গুরুতর অ্যালার্জি রয়েছে তাদের ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণ করা উচিত হবে না।

এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, সব টিকাকেন্দ্রে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার থেকে ফাইজারের ভ্যাকসিন নিতে আসা সবাইকে অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা জিজ্ঞেস করা হচ্ছে।

তবে ফাইজার বিবৃতি দিয়ে বলেছে, ‘যারা টিকা পেয়েছেন, তাদের মধ্যে দুজনের অ্যালার্জির মতো প্রতিক্রিয়া হয়েছে। কেন তা হয়েছে, তা জানতে এনএইচএস’র তদন্তে আমরা সব রকম সাহায্য করব। তবে আমরা ৪২ হাজার স্বেচ্ছাসেবককে দুটি করে পরীক্ষামূলক ডোজ দিয়েছিলাম। তাদের কারোরই কোনও বিপজ্জনক প্রতিক্রিয়া হয়নি।’